রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ডিএনএ দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও বায়োটেকনোলজি বিভাগের আয়োজনে প্রথমবারেরমত বৃহৎ পরিসরে দিবসটি পালন করা হয়। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ও অ্যাডভাইজার, প্রফেসর ড. হোসেন রেজা, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. রঞ্জিত কুমার সাহা, ডাইরেক্টর আই কিউ এসি প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক, আবুল বাসার প্রমুখ।
এদিকে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক -শিক্ষার্থী সহ সকলের অংশ গ্রহনে শোভাযাত্রা শেষে অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.