গলাচিপায় ভোররাতে সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ২


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর রাতে ৪টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের মুদিরহাট বাজারসংলগ্ন সিকদার বাড়ির মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ডাকাত দল একাধিক যানবাহন থামিয়ে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয়। জানা গেছে, এসময় কাওসার ও হাফিজ রহমান নামে দুজনকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় ডাকাতরা। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ভোররাতে ১৫-১৬ জনের একদল ডাকাত সড়কে গাছ ফেলে মোটরসাইকেল, অটো ও ট্রাক থামিয়ে দেয়। পরে ধারালো দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে লুটপাট করে।
দুর্ঘটনার ঘটনার শিকার দুমকির থানার বাসিন্দা ট্রাকচালক সজীব বয়াতী গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন। সজীব বয়াতি তার লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে তিনি ও হেলপার আমিনুর রহমান বরিশাল মেট্রো-ড ১১-০০১৪ নম্বর মালবাহী ট্রাকে করে মংলা থেকে গলাচিপার ব্যবসায়ী রাসেল মিয়ার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আসছিলেন। আমখোলা এলাকায় পৌঁছালে সড়কে গাছ পড়ে থাকতে দেখে গাড়ি থামান। তখনই ডাকাতরা চারদিক থেকে ঘিরে ফেলে। অস্ত্রের মুখে তারা ট্রাকে থাকা রাসেল মিয়ার গ্যাস সিলিন্ডার ক্রয়ের জন্য আনা ১ লাখ ৮৫ হাজার টাকা, ড্রাইভারের ৪০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে পালিয়ে যায়। ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে এই পথে গ্যাস সিলিন্ডার পরিবহন করি। গত সোমবার ৪০৪ পিচ খালি গ্যাস সিলিন্ডার নিয়ে গলাচিপা থেকে ট্রাক ছেড়ে যায়।
গ্যাস সিলিন্ডার রিফিল করে এবং ২০৪ পিচ নতুন গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য ১ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছিলাম ড্রাইভারের কাছে। বুধবার সকালে খবর পাই ডাকাতি হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনা এই পথে আগে ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। সেই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তিনিও আরও বলেন, ড্রাইভারের ভাষ্যমতে ঘটনার সময় ওই এলাকায় কোন টহল পুলিশ দেখা যায়নি। গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) জিলোন হাওলাদার বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।