সংবাদের আলো ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকসহ আরও ১২ জন। পরে সেনাবাহিনীর একটি দল তাদের উদ্ধার করে নিয়ে যায়।বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য প্রকাশ করেন জুনাইদ আহমেদ পলক। শুনানি চলাকালে তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।
শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায়, বিশেষ করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে, একাধিক দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.