নুরুল ফেরদৌস (লালমনিরহাট) প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাপারহাট থেকেই শহরের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলসহ অন্তত ১০টি সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় ইসরাইলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়। বেলা সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার চাপারহাট হাই স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
পরে সাধারন মানুষ সেখানে ঘন্টাব্যাপি বিক্ষোভ করে। এসময় তারা ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ স্টপ জ্যানোসাইডসহ নানা স্লোগান দিতে থাকে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.