আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: ইসরাইলী পণ্য বয়কটের ডাক দিয়ে শেরপুরের নকলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ও শুব্বানে আহলে হাদিস এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মাজহারুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি খাদিমুল ইসলাম প্রমুখ। এর আগে ফিলিস্তিনিদের ওপর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.