প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ
মাছ ধরার তুচ্ছ ঘটনায় বাংলাদেশিকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ভারতীয় নাগরিকরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় মাছ ধরার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি নাগরিক মাদব চন্দ্র(৪০) কে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ভারতীয় বেশ কয়েকজন নাগরিকরা।
শনিবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় এ ঘটনা ঘটে। মাদব চন্দ্র লোহাকুচি এলাকার মৃত মদন মোহন এর ছেলে।স্থানীয়রা জানান, লোহাকুচি সীমান্তে মালদা নদীতে মাছ ধরতে টেপাই ( বাঁশ দিয়ে তৈরী মাছ ধরার বিশেষ ফাঁদ) স্থাপন করে। প্রতিদিন ঐ টেপাই এর মাছ ভারতীয় নাগরিকগন চুরি করে নিয়ে যায়।
শনিবার সকাল ১১ টার দিকে মাদব চন্দ্র নদীতে গিয়ে দেখেন ভারতীয়রা তার টেপাই থেকে মাছ চুরি করছে এঘটনার প্রতিবাদ করলে ভারতীয়রা সংঘবদ্ধ হয়ে মাদবকে মারধর করে। এসময় মাদব চন্দ্র জ্ঞানশূন্য হয়ে পরেন। পরে অন্য এক ভারতীয় নাগরিকের খবরে পরিবারের লোক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উভয় দেশের নাগরিকদের মধ্য সাময়িক উত্তেজনা বিরাজ করলে বিজিবি এসে পরিস্থিতি শান্ত করে।এ বিষয়ে ১৫বিজিবি ব্যাটালিয়ন এর সিইও লেঃ কর্নেল মেহেদি বলেন লোহাকুচি সীমান্তের মালদা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশী যুবক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই।
এবং স্থানীয়দেরকে শান্ত করি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। আহত মাদব চন্দ্র বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সীমান্তে বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.