প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
দুর্গাপুরে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

রাজেশ গৌড় দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় নেত্রকেনার দুর্গাপুরে সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব,ছাত্রসমাজ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি'র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় জেলা পরিষদ অডিটোরিয়ামে হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটি'র সভাপতি কামরুজ্জামান রাজু এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশিক ইলাহি'র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল গনী মাস্টার, হাফেজ মাও: ওয়ালি উল্লাহ,সম্রাট গণি, মাসুম বিল্লাহ অভি, সংগঠনের সহ সাধারন সম্পাদক অনিক, সদস্য শাহীন আলম, রাতুল খান রুদ্র,

আল আমীন শেখ,লাবীব, রাকিব, আজিজুল ইসলাম পারভেজ, মাসুম, আকিল, নাঈম সহ সংগঠনের সকল সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি শহীদ উমর ফারুক এর রুহের মাগফেরাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.