আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়ন বিএনপি উদ্যোগে মোহনকাঠী আদর্শ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (বরিশাল বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এ সময় তিনি বলেন, এই দেশের জনগণ, এই দেশের ছাত্র সমাজের বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে লক্ষ্মণ সেনের মত পিছনের দরজা দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।দীর্ঘ দেড় যুগ ধরে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রাজপথে যুদ্ধ করেছি। এখন তারেক রহমানের নির্দেশনা হলো জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণকে ভালোবাসতে হবে। পরে বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশ জাতির অগ্রগতি বিশেষ দোয়া ও মোনাজাত শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিল বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.