আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যমুনা সেতু মহাসড়কে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ আহত হয়েছে। যমুনাসেতু পূর্ব পাড়ে মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ। সংঘর্ষের ঘটনায় মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর পুলিশ ও অন্যান্যদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম বলেন,ঢাকা ও উত্তরবঙ্গগামী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের আনালিয়াবাড়ী প্রায় ২৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুইটি বাস সরাতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট ও ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে তা দ্রুত সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.