প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
ধর্ষনের প্রতিবাদে দুমকীতে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: দেশ জুড়ে নারী ও শিশুর ওপর সংঘটিত নির্যাতন, ধর্ষণ, হত্যা ও সহিংসতার প্রতিবাদে এবং এবিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংস্কার এবং প্রয়োগ নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর দুমকীতে এক মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। মঙ্গলবার(১১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেটের সামনে লেবুখালী-বগা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। দুমকী উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী হেলেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী মোসাঃ জেসমিন জাফর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ পারভীন, দপ্তর সম্পাদক সারমীন আক্তার, প্রচার সম্পাদক পারুল বেগম, কোষাধ্যক্ষ কোহিনুর বেগম প্রমূখ। মানববন্ধনে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষনের তীব্র নিন্দা জানান এবং ধর্ষকদের ফাঁসির দাবি করেন।এ সময় দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী ফাতিমা আক্তার কচি,লিজা আক্তার, বিউটি বেগম, হিরা আক্তারসহ সংগঠনের শতাধিক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.