সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নর্থ সাউথের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়। এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশতাক তাহমিদ জানান, রাতে সারজিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ঘাটপাড় এলাকায় আসেন। এ সময় সাধারণ শিক্ষার্থী হিসেবে অভিনন্দন জানাতে উপস্থিত হন তারা।ঘটনাস্থলে ছাত্রদল নেতা আহমেদ শাকিল ঢাবির বিপক্ষে স্লোগান দিতে থাকেন। তিনি আরও বলেন, শাকিলের গ্রুপ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শাকিল গং পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এর দায় ছাত্রদলের নয়, ব্যাক্তি শাকিলের বলেও মন্তব্য করেন এই শিক্ষার্থী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.