রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাংবাদিক লোকমান আনছারীর মা তাহেরা বেগম গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেন।
তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী নুরুল আলমের স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে রাউজান প্রেসক্লাব, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রেসক্লাব নেতৃবৃন্দ,বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও তরিক্বত ভিত্তিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.