সংবাদের আলো ডেস্ক: সাভারের আশুলিয়ার গুমাইল এলাকায় একটি বাসার রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক রয়েছে। দগ্ধরা হলেন, সুমন মিয়া (৩০), মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন মো. সুমন। শবে বরাত উপলক্ষে সুমনের মা ও তার ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসেন। রাতের খাবারের পর পিঠা বানানোর সময় হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়এতে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে গুরুতর দগ্ধ তিনজনসহ সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.