কাজিপুরে জাটকা শিকারীর ৩ হাজার মিটার জাল পোড়ালো প্রশাসন


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিশেষ ধরণের বেড়জাল দিয়ে অবৈধভাবে যমুনায় জাটকা ইলিশ ধরার কারণে জেলের ৩ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে । ওই জেলের নাম অখিল। তিনি যমুনার খুদবান্দি ঘাটে মাছ শিকার করছিলেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনায় অভিযান চালিয়ে জালসহ তাকে ধরে ফেলে অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।এসময় মা ইলিশসহ বেশকিছু জাটকা ইলিশ জব্দ করে চালিতাডাঙ্গা দারুস সালাম কওমি মাদ্রাসার এতিমখানায় প্রদান করা হয়। অভিযানে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হকসহ পুলিশ সদস্যগণ অংশ নেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।