নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় গ্রামীণ পর্যায়ে সচেতনতার লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত এবং নারীদের প্রতি বৈষম্য নিরাসনে লোকগীতি ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) বিকেলে জেলা সদরের পুকুরিয়া এলাকায় মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজনে লোকগীতি ও পথনাটক সমতার অধিকার আয়োজন করে। অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ, পরিবেশ দূষণ রোধ ও বৈষম্য নিরশনে বাউল শিল্পী গোলাম মাওলা লোকগীতি পরিবেশন করেন এবং সাংস্কৃতিক কর্মী জুয়েল রানার রচনা ও পরিচালনায় পথনাটক সমতার অধিকার এর মধ্য দিয়ে সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।এ সময় উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ ইবনে মিজান, সহকারী শিক্ষক আবুল কদ্দুছ, মাহমুদপুর কমিউনিটি ফোরামের সভাপতি ফেরদৌস আহমেদ, কুনিয়া কমিউনিটি ফোরামের সভাপতি কামাল হোসেন, এখন টিভির সাংবাদিক রিফাত আহম্মেদ রাসেল সহ নারী প্রগতি সংঘের যুব ফোরামের সদস্যরা। লোকগীতি ও পথনাটকে নারী প্রগতি সংঘের যুব ফোরামের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক কর্মীরাও অংশগ্রহণ করেন। এ সময় শিশুদের নিয়মিত বিদ্যালয়ের প্রেরণ এবং নারী স্বাস্থ্য ও সামাজিক সচেতনতায় নানা পরামর্শ দেওয়া হয় গানের মাধ্যমে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.