বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার(১২ফেব্রুয়ারী) বিকাল ৫টার সময় উজানচর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় সাঈদ মার্কেটের নীচ তলায় অফিস উদ্ভোধন করা হয়। উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়েত ইসলামির সভাপতি মাওলানা মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে, উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুফতি মাওলানা কামালউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলার ব্যবসায়ী ফোরামের সভাপতি নাছির উদ্দীন মুন্সি, সদস্য জাকির খান,মোহাম্মদ আলী,জহিরুল ইসলাম, নজরুল ইসলাম জাকির মোল্লা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি আমরা। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম বর্বরতা চালাতে না পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসংগঠিত ও সুশৃঙ্খল একটি ইসলামি দল। বিগত ১৬ বছরের দীর্ঘ আওয়ামী শাসনে জামায়াতে ইসলামীকে কোনঠাসা করে রাখা হয়েছিল। হামলা, মামলা ও গুমের স্বীকার ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আওয়ামী ফ্যাসিস্টরা পরাজিত হলে এখন আমরা বাধাহীন প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারছি। আজকে উজানচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হলো। এ কার্যালয় থেকে ইসলামি আন্দোলনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা রাখি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।