উল্লাপাড়ার আওয়ামীলীগ নেত্রী র্যাব এর হাতে আটক


রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি কে আটক করেছে র্যাব ৪ এর সদস্যরা। সেলিনা মির্জা মুক্তি পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত সাংসদ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে ২০২৪ সালে উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।
জানা যায় শনিবার রাতে সেলিনা মির্জা মুক্তি কে ঢাকা মিরপুর তার বাসায় থেকে র্যাব ৪ এর একটি দল আটক করে নিয়ে যায়। পরে ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করে পল্লী থানার ডিউটি অফিসার এসআই মোঃ ইব্রাহীম খলীল জানান সেলিনা মির্জা মুক্তি কে আটক করে র্যাব থানায় হস্তান্তর করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।