উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বড়হর ইউনিয়ন সহ-সভাপতি রায়হান আলী (২৮) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। সে বড়হর ইউনিয়নের তিওরহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শ্রীকোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শ্রীকোলা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সহ-সভাপতি কে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে উল্লাপাড়া মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.