সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা বাবুর রোগমুক্তি কামনায় বেলকুচিতে দোয়া অনুষ্ঠিত


রেজাউল করিম: সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার রোগমুক্তি কামনায় বেলকুচি উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার বিকালে আছর নামাজ শেষে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম,বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক রেজাউল করিম, পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আসমাউল শেখ, যুবদল নেতা বিপ্লব সরকার, হোসেন আলী,জেলা ছাত্রদলের সহ সভাপতি মন্জুর কাদের,কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি আসলাম হোসেন আকন্দ যুবদলনেতা রুবেল তালুকদারসহ বিএনপি যুবদল ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।