সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারুণ্যের উৎসব ২০২৫ বাগাতিপাড়ায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ উৎসবে সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও)সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আরশাদ আলীর সঞ্চালনায় পিঠা উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত নারী উদ্যোক্তাগণ এবং সংগীত ও নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমি এবং ‘তা থৈ’ নৃত্যকলা একাডেমির শিল্পীরা। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেজলা শাখার যুগ্ম আহবায়ক মাশরাফি বিন মোস্তফা সাফাত ও মোনায়েম ইসলাম রুমী প্রমুখসহ শতাধিক ছাত্র,শিক্ষক,অভিভাবক,যুবক,নারী,বিভন্ন দপ্তরের কর্মকর্তা-র্মচারিগণ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়