রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মান্দায় দোকান কর্মচারীর মোটরসাইকেল ছিনতাই

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্মার্টফোনসহ ২ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম রনি কুমার (২৩)। তিনি মৈনম গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে ও সতিহাটের ‘মেডিসিন কর্ণার’ নামের একটি ওষুধ দোকানের কর্মচারী। ঘটনায় আজ শনিবার মান্দা থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী রনি কুমার বলেন, শুক্রবার রাত ৯টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে সঙ্গীয় চয়ন কুমারকে নিয়ে আমার নিজস্ব সুজকি জিকসার মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম।পথে ভদ্রসেনা গ্রামের ইউক্যালিপটাসের বাগানের কাছে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আমাদের পথরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও জ্যাকেটের পকেটে থাকা ২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।’ এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। খোয়া যাওয়া মোটরসাইকেল ও মোবাইলফোন উদ্ধারসহ জড়িতদের সনাক্তের কাজ করছে পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়