সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথ। শুক্রবার (২৫ জানুয়ারি) সিনেটে নাটকীয় ভোটাভুটি শেষে তার মন্ত্রিত্ব নিশ্চিত হয়। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এই ব্যক্তির নিয়োগ চূড়ান্ত হতে বেশ বেগ পেতে হয়েছে। সিনেটে ডেমোক্র্যাটরা তার ব্যাপক বিরোধিতা করেছেন। তাদের কাতারে শামিল হয়েছিলেন কয়েকজন রিপাবলিকানও। দিনের ভোটাভুটিতে হেগসেথের পক্ষে ও বিপক্ষে অংশ নেন সমান ৫০ জন করে সদস্য। ডেমোক্র্যাট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথের নিজ দল রিপাবলিকানের তিন সদস্যও তার বিপক্ষে ভোট দেন। পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় জটিলতা তৈরি হয়।এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিনেটে ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হন সামরিক বাহিনীর সাবেক এই সদস্য। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দেয়ার পর থেকেই বেশ বিতর্ক তৈরি হয়েছে। স্ত্রী নির্যাতনসহ বেশকিছু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.