নেত্রকোনায় উদীচীর ১৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত


নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় উদীচীর ১৬ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম। এসময় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবাদী রণসঙ্গীত পরিবেশন করেন উদীচির নিয়মিত শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উদীচী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্বোধক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, সহ সভাপতি আব্দুস সালাম রিপন, বিভাগীয় কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সারোয়ার কামাল রবিন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ অন্যরা। পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জাতীয় ও সংগঠনের পতাকা হাতে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক দিয়ে অজহর রোডের উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়। তারপর সেখানে সারাদিন ব্যাপি দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।