প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
সাদা পোশাকে গ্রেফতার নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশ দিয়েছেন যে, আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে কোনো আসামিকে গ্রেফতার বা হয়রানি করতে পারবে না। সোমবার (৯ ডিসেম্বর) খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, ভুয়া মামলার ক্ষেত্রে বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো আসামিকে অহেতুক হয়রানি করা যাবে না।

পার্শ্ববর্তী দেশের বিষয়ে গুজব রোধে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা পিঠ দেখাবো না। তবে আমাদের দেশের নাগরিকদের পাচার কাজে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।" উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী বছর পেঁয়াজ, আলু এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে। সয়াবিন তেলের সিন্ডিকেট বন্ধে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বিজয় দিবস উদযাপনে আনন্দ মেলা আয়োজনের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসকদের। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে কাজ চলছে। ৬ শতাধিক প্রভাবশালীর তালিকা মন্ত্রণালয়ের সচিবের কাছে সংরক্ষিত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এ নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও নাগরিক অধিকার সুরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.