বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান মো. জসীম উদ্দিন। তিনি বলেন, "আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয়। আমরা সবসময় বলেছি যে, সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়।"ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়, যা হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব বলেন, "আমরা কোনো অপরাধ সমর্থন করি না এবং হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে তারা যেন আরও কার্যকর পদক্ষেপ নেয়।"সংখ্যালঘু নির্যাতন নিয়ে পর্যবেক্ষণের আহ্বান মো. জসীম উদ্দিন আরও জানান, "সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারতের প্রতিনিধিদের এসে পর্যবেক্ষণ করে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কারণ, আমরা একটি খোলা বইয়ের ভূমিকা পালন করতে চাই। এখানে নিজেদের কোনো বিষয় গোপন করা হয় না।"
জল বিদ্যুৎ ও ভিসা প্রসঙ্গ
পররাষ্ট্রসচিব জানান, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া ভারতে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া চালুর প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকটি দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.