সংবাদের আলো ডেস্ক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সৌদি আরব। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আরও ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে এ অভিযান চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা এ অভিযান চালিয়েছে। এর মধ্যে আবাসন আইন ভঙ্গ করায় ১১ হাজার ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ৭৭৩ জনকে এবং শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দুহাজার ৯৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.