
আজকে সন্ত্রাসবাদ সবজায়গায়। সেটা ব্যাংক থেকে সাংবাদিকতা সবজায়গায়। আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। সে অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে বর্তমান যে সর্বকালীন সরকার হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে মর্যাদাপূর্ণ সমাজে কিভাবে রূপান্তরিত হতে পারি। সাংবাদিকদের উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সে মর্যাদার ভিত্তি তৈরি করায় সাংবাদিকদের একটি বিশাল ভূমিকা রয়েছে। নির্মোহভাবে সংবাদ উপস্থাপন করা, বিশেষ গোষ্ঠীকে রিপ্রেজেন্ট না করা। প্রতিনিধিত্ব করা প্রকৃত পক্ষে মানুষের। শেখ বশিরউদ্দীন বলেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন মনোপলি নেই। এই বিষয়টা আল্লাহ সবার জন্য সমান করে দিয়েছে। আমরা যদি পরশ্রম করি তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারব। জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন ধরণের কৃপণতা করবেন না।' তিনি বলেন, আমরা যখন ফোন ব্যবহার করি তখন নতুন ফোন আসার সঙ্গে সঙ্গে যেমন পুরাতন মডেলের অনেক সফটওয়্যার আর রিলিভেন্ট থাকে না তেমনি জ্ঞান অর্জন একটি ধারাবাহিক প্রসেস। ছাত্রদের বিশেষভাবে অনুরোধ করবো জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন কৃপণতা করবেন না। প্রচেষ্টা জারি রাখবেন। পেশাদারি জীবনে প্রকৃত পেশাদারিত্ব চর্চা করবেন। বৃত্তিপ্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.