প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ২:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মো: পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের দুইদিন পর মুঞ্জিল শেখ নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা কে.এম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.