প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড দিনাজপুর

সংবাদের আলো ডেস্ক: দিনাজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে অসংখ্য ঘরবাড়ি। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (২৯ মে) দিনগত রাত ৩টার দিকে প্রবল বেগে আঘাত হানে এই কালবৈশাখী। রাত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎহীন পুরো শহর। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়টি ১০ মিনিটের মতো স্থায়ী ছিল।
এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬০ কিলোমিটার। ঝড়ের পাশাপাশি মিনিটখানেক শিলাবৃষ্টি হয়। বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ২ মিলিমিটার। সরেজমিনে দেখা গেছে, শহরে বড় বড় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় যান ও পথচারীদের চলাচল বিঘ্ন হচ্ছে। ভুতুড়ে পরিবেশ। ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো বিদ্যুৎ আসেনি। জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.